বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ৩১ মার্চ ২০২৫ ১৫ : ১৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ৩০ লক্ষ টাকার বিনিময়ে অনিকেত বর্মাকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার অনিকেত ধরা দিলেন অন্য অবতারে। দিনান্তে হায়দরাবাদ জেতেনি। কিন্তু নতুন এক সূর্যের উদয় দেখল আইপিএল।
হায়দরাবাদ অনেক আগেই অনিকেতের মধ্যে বারুদ লক্ষ্য করেছিল। তাদের ট্রায়ালেও ডাকা হয়েছিল তাঁকে। সেখানে তিনি নজর কাড়ায় মেগা নিলামে অনিকেতকে দলে নিতে আর কালবিলম্ব করেনি সানরাইজার্স। রবিবার দিল্লির বিরুদ্ধে অনিকেত ছাপিয়ে গেলেন নিজেকেও।
তিনি যখন ব্যাট হাতে নামেন, সেই সময়ে হায়দরাবাদ ধুঁকছে। এমন মঞ্চেই তো তরুণরা পারফর্ম করেন। এমন মঞ্চ জন্ম দেয় নতুন তারকার। রবিবার যেমন জন্ম দিল অনিকেতকে।
৪১ বলে ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। ৬টি ছক্কা ও ৫টি চার মারেন তিনি। সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয় অনিকেতের। খোঁজ পড়ে যায় তাঁর উঠে আসা দিনগুলোর। একটা দুরন্ত ইনিংস পাদপ্রদীপের আলোয় নিয়ে আসে তরুণ ব্যাটারকে।
মধ্যপ্রদেশের ভোপালের ছেলে অনিকেত।
গত বছর মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগ খেলেই নজর কাড়েন। ভোপাল লেপার্ডসের হয়ে ৬ ইনিংসে অনিকেত করেন ২৭৩ রান। ২৫টি ছক্কা মারেন তিনি। নজরে পড়ে যান হায়দরাবাদের স্কাউটদের।
হায়দরাবাদের ট্রায়ালে এসেও অনিকেত নজর কাড়েন। দলের কর্তৃপক্ষ স্থির করে ফেলে মেগা নিলামে দলে নিতেই হবে অনিকেতকে। তিরিশ লক্ষ টাকা দিয়ে তাঁকে নেয় হায়দরাবাদ।
ক্রিকেটার হওয়ার পথটা মসৃণ ছিল না অনিকেতের। খুব ছোটবেলায় মাকে হারান অনিকেত। আর্থিক পরিস্থিতি ভাল ছিল না। কাকা অমিত বর্মার হাত ধরে ১০ বছর বয়সে ভর্তি হন ভোপালের অঙ্কুর ক্রিকেট অ্যাকাডেমিতে। ১৩ কিলোমিটার পথ অতিক্রম করে অনিকেতকে অ্যাকাডেমিতে নিয়ে যেতেন তাঁর কাকা। সেই পরিশ্রমের ফলাফল পেয়েছেন অনিকেত।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হায়দরাবাদের বিরুদ্ধে অভিষেক হয় অনিকেতের। মধ্যপ্রদেশের হয়ে অভিশেক ম্যাচে প্রথম বলেই আউট হন তিনি।
দ্বিতীয় ম্যাচটি খেলেন এবারের আইপিএলে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৯-তম ওভারে ব্যাট করতে নেমে ৭ বলে ১৩ রান করেন। মারেন একটি ছক্কা।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে অনিকেত ধ্বংসাত্মক হওয়ার ইঙ্গিত দেন। ১৩-তম ওভারে ব্যাট হাতে নেমে পাঁচ ছক্কায় করেন ৩৬ রান। খেলেন ১৩টি বল।
দিল্লির বিরুদ্ধে অনিকেত নিজেকেও ছাপিয়ে যান। ম্যাচে হায়দরাবাদ না জিতলেও অনিকেত কিন্তু জিতে গিয়েছেন।
নানান খবর
নানান খবর

ভরা আইপিএলের মাঝেই মুম্বইয়ের মালকিন হলেন সারা, যদি ভাবেন ক্রিকেট দল কিনেছেন তাহলে ভুল ভাবছেন

রাবাদা না খেলায় এসে যায় সুযোগ, বল হাতে তুলে নিলেন কোহলির উইকেট, কে এই আর্শাদ খান?

কেকেআরের খেতাব জয়ের পিছনে বড় অবদান, সেই দামি তারকার হয়ে নাইটদের খোঁচা দিলেন গাভাসকর

একই মরশুমে মুকুটে জোড়া পালক জুড়তে চান গ্রেগ স্টুয়ার্ট, সেমিফাইনালের আগে জানালেন তাঁর ইচ্ছা

ভারতের হোম সিরিজের সূচি ঘোষিত, প্রথমবার বর্ষাপাড়ায় হবে টেস্ট ম্যাচ

পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার সাদা বলের ক্রিকেটের কোচ

পুরোনো দলের বিরুদ্ধে নামার আগে জামশেদপুরের হয়ে লিগ শিল্ড জয়কেই এগিয়ে রাখলেন স্টুয়ার্ট

'ওদের ভয় পাওয়া উচিত, আমরা মোহনবাগান,' জামশেদপুর যাওয়ার আগে হুঙ্কার মোলিনার

রাসেল কি তবে অবসর নিচ্ছেন! ক্যারিবিয়ান তারকার সোশ্যাল মিডিয়া পোস্ট জন্ম দিল নতুন জল্পনার

কথা বলছে না রোহিতের ব্যাট, নাইটদের ম্যাচের শেষে নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ আলোচনায় হিটম্যান, ভিডিও ভাইরাল

সরে দাঁড়ালেন ব্রেথওয়েট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে আমূল পরিবর্তন

অভিষেকে স্বপ্নের স্পেল অশ্বিনীর, মুম্বইকে সামনে দেখেই ফের থরহরি কম্প কেকেআরের

অভিষেকে স্বপ্নের স্পেল অশ্বিনীর, মুম্বইকে সামনে দেখলেই জবুথবু দশা কেকেআরের

চেন্নাইকে হারিয়ে বিরল নজির গড়ে ফেললেন অধিনায়ক পরাগ, এই কৃতিত্ব নেই বিরাট বা রোহিতেরও

টস জিতে প্রথমে বোলিং মুম্বইয়ের, ইমপ্যাক্ট প্লেয়ার রোহিত, কেকেআরের প্রথম একাদশে ফিরলেন নারিন